Header Ads

Header ADS

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের পেসার আবু জায়েদ


 করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ চৌধুরি। স্কিল ক্যাম্পে ২৭ জনের মধ্যে বাকিদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

গত মঙ্গলবার স্কিল ক্যাম্পের সব ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরদিন বিসিবির দেওয়া বিবৃতিতে আবু জায়েদের পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করা হলো।

বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, বোর্ডের তত্ত্বাবধানে এই বোলারকে আইসোলেশনে রাখা হয়েছে।

“আইসোলেশনে নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা চলবে। এবং যথাযথ সময়ে পরবর্তী পরীক্ষা করানো হবে।”

আশানুরূপ পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত একাদশের একজন হয়ে উঠেছেন আবু জায়েদ। ২০১৮ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম দফার পরীক্ষায় জাতীয় দলের ব্যাটসম্যান সাইফ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেবার তার সঙ্গে বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরম্যান্স নিক লিরও ফল পজিটিভ এসেছিল।

দ্বিতীয় দফায় করানো পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দু-একজনের শরীরে অল্প কিছু উপসর্গ দেখা দেওয়ায় ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল। এর মধ্যে ছিলেন আবু জায়েদও।

No comments

Powered by Blogger.