Header Ads

Header ADS

গুলিবিদ্ধ হয়ে চিরনিদ্রায় ফিল্যান্ডারের ভাই

 

৩২ বছর বয়সী টাইরন ফিল্যান্ডারের মৃত্যুর সংবাদ টুইটারে এক বিবৃতিতে বৃহস্পতিবার জানান ভার্নন ফিল্যান্ডার।

কেপ টাউনের রাভেন্সমিড শহরে বুধবার বিকেলে ফিল্যান্ডারের ছোট ভাইকে গুলি করেন একজন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সময় টাইরন প্রতিবেশি একজনকে পানি পৌঁছে দিচ্ছিলেন।

পুলিশ হত্যাকাণ্ডটি তদন্ত করছে। তবে এখনও সেই ব্যক্তিকে ধরতে পারেনি তারা। ফিল্যান্ডারের দুই বড় ভাই আছেন, ব্রেন্ডন ও ড্যারেল।

দক্ষিণ আফ্রিকার হয়ে এক যুগের ক্যারিয়ার শেষে গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ফিল্যান্ডার। জাতীয় দলের হয়ে ৬৪ টেস্টে ২২৪, ৩০ ওয়ানডেতে ৪১ এবং ৭ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.