Header Ads

Header ADS

‘মেসি অর্থ তৈরির মেশিন’

 


লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে অন্যরকম এক উপমা টানলেন হাভিয়ের তেবাস। বার্সেলোনার গোলমেশিনকে লা লিগার সভাপতি বলেছেন ‘অর্থ তৈরির যন্ত্র!’

গাজেত্তো দেল্লো স্পোর্তের এক অনুষ্ঠানে লা লিগা ছেড়ে চলে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারকে নিয়েও কথা বলেন তেবাস। কোনো তারকার লা লিগাকে বিদায় বলে দেওয়ার প্রভাব যে তেমন একটা পড়ে না, জোর দিয়ে বলেছেন সে কথাও।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে গুঁড়িয়ে যাওয়ার পর গত অগাস্টে হঠাৎ করে বার্সেলোনা ছাড়ার কথা বলেছিলেন মেসি। চুক্তি একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে কাম্প নউ ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সেলোনা ওই সময় অনড় ছিল মেসির রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরোর দাবি নিয়ে। তেবাসও পক্ষ নিয়েছিলেন কাতালুনিয়ার দলটির। শেষ পর্যন্ত অচলাবস্থার অবসান হয় নীরবতা ভেঙে মেসি বার্সেলোনাতে থেকে যাওয়ার ঘোষণা দেওয়ায়।

লা লিগা ও বার্সেলোনায় মেসির থেকে যাওয়াটা দারুণ স্বস্তির ছিল বলে জানালেন তেবাস।

“মেসিকে স্পেনে খেলতে দেখতে আমি ভালোবাসি। সে অর্থ কামানোর যন্ত্র।”

No comments

Powered by Blogger.