Header Ads

Header ADS

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ দিনের কুইজ প্রতিযোগিতা শুরু ১ ডিসেম্বর


 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১০০ দিনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় আগামী ১ ডিসেম্বর থেকে ২০২১ খ্রিস্টাব্দের ১০ মার্চ পর্যন্ত অনলাইনে এই কুইজ প্রতিযোগিতা চলবে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। যে কেউ নির্ধারিত অ্যাপ অথবা ওয়েবসাইটে নিবন্ধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির ওয়েবসাইটে (https://mujib100.gov.bd) গিয়ে নিবন্ধন বা অ্যাপ ডাউনলোড করা যাবে।

একজন প্রতিযোগী একটি আইডি দিয়ে প্রতিটি কুইজে একবার অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক প্রতিযোগীকে নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর, ইমেইল/সোশ্যাল মিডিয়া আইডি দিতে হবে। প্রতিযোগিতায় প্রতিদিন একটি নতুন কুইজ থাকবে এবং উত্তর দেওয়ার সময় থাকবে ২৪ ঘণ্টা।

প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে মোট ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীরা পাবেন ১০০ জিবি করে মোবাইল ডেটা এবং প্রথম ৫ জন পাবেন স্মার্টফোন। এছাড়া পুরো প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে ১০০টি ল্যাপটপ। বিজয়ীদের তালিকা জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইটে এবং প্রতিযোগিতার অ্যাপে প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব অনলাইন কুইজ প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

No comments

Powered by Blogger.