Subscribe to:
Post Comments
(
Atom
)
যতটা ভাবা হয়েছিল তার চেয়ে গুরুতর আনসু ফাতির চোট। চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ড।
বার্সেলোনা জানায়, ভালোভাবেই শেষ হয়েছে ফাতির হাঁটুর অস্ত্রোপচার। সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে।
লা লিগায় কাম্প নউয়ে শনিবার বেতিসকে ৫-২ গোলে হারানো ম্যাচের ৩১তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন ফাতি। দ্বিতীয়ার্ধে তিনি আর মাঠে নামেননি। ওই দিনই পরীক্ষার পর তার চোটের বিষয়টি জানায় ক্লাব।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১০টি ম্যাচ খেলেছেন ফাতি; সাতটি লা লিগায়, চ্যাম্পিয়ন্স লিগে তিনটিতে। পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি।
No comments